২১৩৪ মোস্তফা সে মধুর সুরে হয়ে গেলেন হুশহারা জাগ্রত না হতে পারায় সালাত হয়ে যায় কাযা। ২১৩৫ সুরের রেশে ঘুমোন বেঘোর প্রহর বেলায় ভাঙল ঘুম ফজর হলো কাযা তাদের এই হালতে বেমালুম। ২১৩৬ এ ঘুম হলো হস্ত চুমো প্রেমাবেশে দুলহিনে আত্মহারা হয়ে থাকা...
২০৮০. সৌরভে ও সুগন্ধিতে য়ূসুফ তুমি নও কান্না এবং হায়মাতমে য়াকূব তুমি হও। ২০৮১. নহ শিরীন, র্ফ্হাদ হও তুমি হৃদয়পুরে লায়লা নহ, হওগো তুমি মজনু ভবঘুরে। ২০৮২. শ্রবণ কর বৎস- হাকিম গযনবীজির বাণী শীর্ণদেহে নওজোয়ানীর পাইবে গো হাতছানি। ২০৮৩. দেমাক যদি দেখাতে চাও...